ট্রলার ডুবে ২০ জন নিখোঁজের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » ঢাকা » ট্রলার ডুবে ২০ জন নিখোঁজের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা
শনিবার ● ১৯ জানুয়ারী ২০১৯


---

মুন্সীগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবে ২০ শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় মামলা হয়েছে। জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, শুক্রবার রাতে বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম গজারিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ট্রলারের সারেং মো. হাবিব (৫৫)। তিনি মাদারীপুরের শিবচর থানার হাজী শুকুর হাওলাদারকান্দি গ্রামের করিম বেপারির ছেলে। এছাড়া ট্রলারমালিক নারায়ণগঞ্জের ফতুল্লার আকবরনগর গ্রামের মন্নাম দেওয়ানের ছেলে জাকির দেওয়ান (৪৫) ও ধাক্কা দেওয়া জাহাজের অজ্ঞাতনামা চালক। হাবিব ও জাকির পলাতক রয়েছেন।
পুলিশ সুপার বলেন, বেপরোয়াভাবে নৌযান চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণহানির অপরাধে ২৮০/৩০৪ এর (ক) ধারায় মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান। সোমবার রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের মেঘনায় জাহাজের ধাক্কায় জাকির দেওয়ান নামের মাটিবোঝাই ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারের ৩৪ শ্রমিকের মধ্যে ১৪ জন তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন ২০ জন। শনিবার সকাল থেকে শুরু হয় উদ্ধার অভিযান। পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ-বাহিনীর ডুবুরি দল, বিআইডাব্লিউটিএ’র সদস্যরা উদ্ধারকাজে অংশ নেয়। প্রত্যয়, দুর্জয়, অগ্নি শাসক উদ্ধারকারী জাহাজ হিসাবে কাজ করে। নৌবাহিনীর সাইট স্ক্যানার ‘সোনার’ ও ‘হাইড্রোগ্রাফিক সার্ভে’র মাধ্যমে পানির নিচে অবস্থান নির্ণয়ের চেষ্টা করে। গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ট্রলার ও নিখোঁজ ২০ শ্রমিকদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। তবে উদ্ধারকাজের কোনো আপডেট তথ্য নেই।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১২:১৩:০২ ● ৪৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ