আমতলীতে পাঁচ নারী উদ্যোক্তাকে ঋণ বিতরণ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে পাঁচ নারী উদ্যোক্তাকে ঋণ বিতরণ
বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১


নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ পাঁচ নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রনোদনা ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিআরডিবি মিলনায়তনে এ ঋণ বিতরণ করা হয়।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আমতলী উপজেলার উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প সুদে ঋণ বিতরনের ঘোষণা দেন। ওই ঘোষণা অনুসারে পল্লী উন্নয়ন বোর্ড আমতলী উপজেলার ১০ জন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরনের উদ্যোগ নেন। বৃহস্পতিবার ওই ক্ষতিগ্রস্ত ১০ উদ্যোক্তাদের মধ্যে ৫ নারী উদ্যোক্তাকে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়। ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, বিআরডিবি জুনিয়ার অফিসার মোঃ আখতার হোসেন ও মাঠ পরিদর্শক মোসাঃ তাসলিমা বেগম প্রমুখ। ঋণ পাওয়া উদ্যোক্তারা হলেন আফিফা বেগম, লতিফা আক্তার, মোশের্^দা বেগম, লুৎফা বেগম ও কৃষ্ণারানী হাওলাদার।

এইচএকে/এনবি

বাংলাদেশ সময়: ১৬:২৬:৪০ ● ৮১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ