দুমকিতে নির্বাচনি সহিংসতায় জখম-১

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে নির্বাচনি সহিংসতায় জখম-১
রবিবার ● ২০ জুন ২০২১


দুমকিতে নির্বাচনি সহিংসতায় জখম-১

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 পটুয়াখালীর দুমকিতে নির্বাচনী সহিংসতায় মাসুদ খানকে (৩৮) কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় এ সহিংসতার ঘটনাটি ঘটেছে। গুরুতর আহতকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এব্যাপারে আহতের পিতা মো: সেকান্দার আলী খান বাদি হয়ে ৮জনকে আসামী করে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং০৭, তাং ২০/৬/২১ইং।
মামলার অভিযোগ সূত্রে জানাযায়, আঙ্গারিয়া ইউপি নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মো: সুলতান আহমেদ হাওলাদারের সমর্থক মাসুদ খান লাঙ্গল মার্কার পক্ষে এলাকায় ভোট চাইতে গেলে ঘটনার সময় প্রতিপক্ষ আ’লীগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ গোলাম মর্তুজার (নৌকা মার্কার) সশস্ত্রকর্মী রফিক খানের নেতৃত্বে জিয়া, সাইফুলসহ ৭/৮ যুবক তাকে পথ আটকে বেদম মারধর ও কুপিয়ে জখম করে। আহতের ডাকচিৎকারে অন্যান্য লাঙ্গল সমর্থকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে পাঠায়। এ ব্যাপারে আহত মাসুদ খানের পিতা ঝাটরা গ্রামের সেকান্দার আলী খান রবিবার সকালে দুমকি থানায় ৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান মামলা দায়েরের সত্যতা নিশ্চিৎ করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৪৮ ● ২৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ