নেছারাবাদে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৃহস্পতিবার ● ২৭ মে ২০২১


নেছারাবাদে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সদর রোড সংলগ্ন খাস জমি দখল করে প্রাথমিক শিক্ষক সমিতি একটি টিনসেট ঘর এবং স্থানীয় আবুল কালাম একটি চায়ের দোকান এবং সাবেক সরকারি কর্মকর্তার বারেক মিয়া টিনসেট ঘর অবৈধ ভাবে নির্মান করে দীর্ঘ দিন যাবৎ ব্যবহার করে আসছে।
২৭মে (বৃহস্পতিবার) ১১টার দিকে নেছারাবাদ থানার এস আই সোলাইমান  ও সংগীয় ফোর্সের সহায়তা এই উচ্ছেদ অভিযান শুরু হয়। নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বশির গাজী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় সহকারী কমিশনার (ভুমি) বশির গাজী বলেন, নেছারাবাদ উপজেলার, খাস জমিতে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে পর্যাক্রমে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৮:৪০ ● ৯৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ