নাজিরপুরে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ
বৃহস্পতিবার ● ২৭ মে ২০২১


নাজিরপুরে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

ঘূর্ণিঝড় “ইয়াসের“ প্রভাবে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়নের নিম্মঞ্চলের পানি বন্দি হয়ে পড়েছে মানুষ। জোয়ারের পানি প্লাবিত হয়ে বসতঘরের ভিতরে এবং রান্না ঘরে পানি থৈই থৈই করা সহ মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ায় চাষিরা মারাত্মক বিপাকে পড়েছে। পানি বন্দি এসব মানুষের মাঝে সুকনো খাবার বিতরণ করেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মাহবুব হোসেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান উপজেলার বিভিন্ন সাইক্লোন সেল্টার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রািফল হোসেন, কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলায় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি প্লাবিত হওয়াতে নিচু এলাকার পানি বন্দি হয়ে পড়া মানুষের মাঝে (২৫০প্যাকেট) সুকনো খাবার বিতরণ করা হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন জানান, প্লাবিত এলাকায় র্সাবক্ষনিক মনিটরিং করে যাচ্ছি।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩০:৩৭ ● ৭৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ