গলাচিপায় পরলোকে প্রবীণ শিক্ষক রামানন্দ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় পরলোকে প্রবীণ শিক্ষক রামানন্দ
সোমবার ● ১৭ মে ২০২১


গলাচিপায় পরলোকে প্রবীণ শিক্ষক রামানন্দ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় প্রবীণ প্রভাষকের মৃত্যুতে সর্ব মহলে শোকের ছায়া। গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত. শীতল দেবনাথের ছেলে, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সিনিয়র প্রভাষক ও স্বাধীনতা শিক্ষক পরিষদ গলাচিপা উপজেলার (কলেজ) সাংস্কৃতিক সম্পাদক রামানন্দ দেবনাথ হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের ভ্যালোরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ মে) সকাল ৭টা ১৫ মিনিটে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৮ বছর। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান মিয়া, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ অনেকে শোক বার্তা প্রকাশ করেন। এদিকে প্রভাষক রামানন্দ দেবনাথের মৃত্যুতে তার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৭:৩৩ ● ১০০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ