কলাপাড়ায় অপপ্রচার রোধে পৌরকাউন্সিলরের সংবাদ সম্মেলন

প্রথম পাতা » গণমাধ্যম » কলাপাড়ায় অপপ্রচার রোধে পৌরকাউন্সিলরের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ● ১ এপ্রিল ২০২১


কলাপাড়ায় অপপ্রচার রোধে পৌরকাউন্সিলরের সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


ভুয়া ফেসবুক আইডি খুলে স্বাধীনতা বিরোধী এবং সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে হয়রাণি করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করলেন কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর গাজী কামরুল ইসলাম তরুণ। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কামরুল ইসলাম তরুণ গাজী। তিনি জানান, আমার একটি চশমা পরিহীত ছবি ব্যবহার কারে (Tarin Gazi) নামে কে বা কাহারা একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের সরকার এবং স্বাধীনতা বিরোধী আপত্তিকর কিছু পোস্ট দিয়ে রাখে। আমি আমার শুভাকাঙ্খীদের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পোস্টগুলো প্রিন্ট করে কলাপাড়া থানাকে অবহিত করে একটি জিডি করেছি। আপত্তিকর এসব পোস্টের জন্য আমি কিছু অবগত নই। আমিও চাই যে বা যারা এসব করেছে তা অনুসন্ধানপূর্বক জড়িতদের বিচার দাবি করছি। তিনি মনে করেন এটি একটি ষড়যন্ত্র। হেয়প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে এটি করেছে। এবং এচক্রের কবল থেকে পরিত্রাণ চেয়েছেন আইনি সহায়তার মাধ্যমে। সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম তরুণ গাজীর স্বজনেরা উপস্থিত ছিলেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৭:৫৫ ● ৪৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ