পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ
বুধবার ● ৩১ মার্চ ২০২১


পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে আটটার সময় বনানী এলাকা সংলগ্ন কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও ভাংচুর করা হয়েছে অফিসের চেয়ার, টেবিল, আলমিরাসহ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব কুট্রি সরকার বলেন, সকালে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল বন্ধ হওয়ার পর থেকেই তাদের নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা চালানো হয়েছে। রাতে ২০/২৫ জন হেলমেটধারী লোক এসে অফিসের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সকল আসবাবপত্র ভাংচুর করে। এসময় তারা ব্যানার ও সকল দাপ্তরিক কাগজে আগুন ধরিয়ে দিয়ে যায়। আগুন ছড়িয়ে পরার আগেই পুলিশ এসে তা নিভিয়ে ফেলে।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। তবে সিসি ক্যামেরার ভিডিও দেখে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হইবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:২৩ ● ৪৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ