চরফ্যাশনে খাল দখল করে নির্মিত হচ্ছে বহুতল ভবন!

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে খাল দখল করে নির্মিত হচ্ছে বহুতল ভবন!
বৃহস্পতিবার ● ১১ মার্চ ২০২১


চরফ্যাশনে খাল দখল করে নির্মিত হচ্ছে বহুতল ভবন!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন হাসপাতাল লিংক রোড লাগো ব্রীজ সংলগ্ন খালের দক্ষিণ পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সরেজমিন গিয়ে স্থানীয় সূত্রে জানাযায়, কয়েক সপ্তাহ ধরে খালটির একাংশ দখল করে কয়েকজন প্রভাবশালী অনুমতি ছাড়াই প্লান বিহীন ৫মতলা বিল্ডিয়ের কাজ চালিয়ে যাচ্ছে। বাজারের একাধিক ব্যবসায়ী সাগরকন্যাকে জানান, চরফ্যাশন বাজারে কখনও আগুন লাগলে নিভানের জন্য একমাত্র ভরসা এই খালটির পানি। যদি এই ভাবে খালটি ভরাট করে দখলে নেয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের দূর্যোগকালীন সবচেয়ে বেশী ক্ষতিসাধন হবে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, আমরা বন্ধ করলেও বন্ধ হয়নি কাজ।
চরফ্যাশন বাজারের থানা  রোডের ব্যবসায়ীরা জানান, আমরা বলে কি লাভ? আমাদের চেয়ে দখলকারীরা শক্তিশালী। সুতরাং ঘর নির্মাণ হচ্ছে এ ভাবেই হবে। কেউ কিছু করতে বা বলতে পারেনা। কাজেই আমাদের ব্যবসায়ীদের কিছু করার বা বলার নেই। ব্যবসায়ীদের দাবী খালটি দখলকারীদের হাত থেকে উদ্ধার করে খালটির প্রাণ ফিরিয়ে দেয়া হউক। চরফ্যাশন বাজারে প্রতি বছর আগুন লাগে। খালটির পানি দিয়ে আগুন নিবায়। এই খালটি দখল হয়ে যাওয়ায় পানি নিস্কাশনের সমস্যা দেখা দিবে। এই খালটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সংস্কার হয়েছে গত অর্থ বছরে। ওই সংস্কার কোন কাজে আসেনি বলেও অভিযোগ রয়েছে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দীন চাষীর ফোন বন্ধ থাকায় তার বক্তৃব্য জানা সম্ভব হয়নি এই ব্যপারে সহকারী কশিনার ভূমি রিপন বিশ^াস বলেন, আমরা খুব শীঘ্রই অভিযান চালাবো।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১২:০৯ ● ৩৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ