গৌরনদীতে সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » গণমাধ্যম » গৌরনদীতে সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন
শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২১


গৌরনদীতে সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসি দাবিতে বরিশালেরর গৌরনদীতে ৫উপজেলার সাংবাদিকদের ঘন্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ প্রদর্শন ও   প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বাবুগঞ্জ ও মাদারীপুরের কালকিনি উপজেলার সাংবাদিকদের এ কর্মসূচি শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম,  উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বদরুজ্জামান সবুজ, সাধারন সম্পাদক মনীষ বিম্বাস, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু,  বাবুগঞ্জের বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহম্মেদ মুন্না, সাধারণ সম্পাদক রোকন মিয়া, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহির খান, সাধারণ সম্পাদক সরদার মোঃ সোহেল,  কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর প্রেসক্লাবের সহসভাপতি কেএম সোহেব জুয়েল, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সাইফুল মৃধা, সাংবাদিক এসএম মিজান, সাকিল মাহমুদ, প্রবীর বিশ্বাস ননী, ওমর আলী সানি, শামিমুল ইসলাম শামীম, স্বপন দাস প্রমুখ। বক্তারা সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৪০ ● ৪১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ