চরফ্যাশনে জোরপূর্বক ভিটি দখলের অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে জোরপূর্বক ভিটি দখলের অভিযোগ
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২০


চরফ্যাশনে জোরপূর্বক ভিটি দখলের অভিযোগ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার নীলকমলের চরযমুনা মৌজার ঘোষের হাট বাজারের ভিটা ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ রয়েছে। এই ব্যপারে চরফ্যাশন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৪৭২/২০মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আদালত থেকে বৃহম্পতিবার (১৯ নভেম্বর) দুলারহাট থানার ওসিকে তদন্ত করার নির্দেশের অর্ডার দেয়া হয়েছে।
মামলা ও স্থায়ী সূত্রে জানা গেছে, চরযমুনা মৌজার এস এ ২৮৬খতিয়ানে ৩১২দাগে মুকবিল আহম্মেদ, আজহার ও নুরু মিয়া রাঢ়ীগংদের নামে ৩ শতক জমি রয়েছে। ওই জমিতে ইট নিয়ে ঘর উত্তোলনের সময় সামছুদ্দিন মোল্লা, খালেক সুকানী, নজরুল, কামরুল ও হাছানগংরা জোরপূর্বক ইট পাটকেল দিয়ে হামলা চালায় এবং ও গাছ কর্তন করে লাঠি-সোটা দিয়ে মারধর করেছে। এই বিষয় শাহাবুদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
শাহাবুদ্দিন বলেন, আমাদের নামে ঘোষেরহাট বাজারে ৩শতক জমির আমাদের নামে এস এ ও  ডিয়ারা খতিয়ান রয়েছে। আমাদের জমি জোরপূর্বক দখল করেছে। আমরা সঠিক বিচার দাবী করছি। এই ব্যাপারে খালেক সুকানী বলেন, এই জমির মালিক আমরা। প্রতিপক্ষরা আমাদেরকে হয়রানী করছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৮:৫৪ ● ৩০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ