কুয়াকাটার আলীপুরে তৌহিদী জনতার বিক্ষোভ-সমাবেশ
প্রথম পাতা »
ইসলামী জীবন »
কুয়াকাটার আলীপুরে তৌহিদী জনতার বিক্ষোভ-সমাবেশ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২০
সাগরকন্যা কুয়াকাটা অফিস॥
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে কুয়াকাটার আলীপুর বন্দরে সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবী প্রেমিক তৌহিদী জনতার উদ্যোগে বৃহস্পতিবার আসর নামাজ বাদ আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর আলীপুর বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় সমাবেশে মিলিত হয়। আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মুফতি মোঃ বেলাল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মুফতি মোস্তফা কামাল কাসেমী ও বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওঃ মোঃ মশিউর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে মুসলমানদের ধর্মীয় রাহাবার নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে আঘাত আনা হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ আশা করব, রাষ্ট্রীয়ভাবে সরকার এটির প্রতিবাদ জানাবে। একইভাবে দেশের সকল নাস্তিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আইন প্রণয়ন করতে হবে। সমাবেশে ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও আহবান জানানো হয়। সব শেষে বিশ্ব মুসলিমদের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১৫:৩৯ ●
২০০৫ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)