গলাচিপায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২০


গলাচিপায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

‘রেডিও টিভিতে শিক্ষাদান, শেখ হাসিনার অবদান, এসো ঘরে বসে শিখি, করোনা মুক্ত জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা।
উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, কৃষি অফিসার এস.আর.এম সাইফুল্লাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্তকর্তা মো. মাহবুব হাসান শিবলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইন প্রমুখ। উল্লেখ্য সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৬:০২ ● ৩২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ