পটুয়াখালীতে করোনা আক্রান্তে বৃদ্ধার মৃত্যু, নতুন শনাক্ত-৩৭

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে করোনা আক্রান্তে বৃদ্ধার মৃত্যু, নতুন শনাক্ত-৩৭
রবিবার ● ১২ জুলাই ২০২০


পটুয়াখালীতে করোনা আক্রান্তে বৃদ্ধার মৃত্যু, নতুন শনাক্ত-৩৭

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে সূর্য বানু (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া জেলায় বিগত ২৪ ঘন্টায় সিনিয়র স্টাফ নার্স, বাউফল থানার ৭ পুলিশ সদস্য ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কনসালটেন্ডসহ নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।
নতুন আক্রান্তদের মধ্যে বাউফলের ১৪ জন, সদর উপজেলার ৯ জন, দশমিনার ৫ জন, গলাচিপার ৫ জন ও ৪ জনের বাড়ি কলাপাড়া উপজেলায়। আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আশা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় প্রথম করোন রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল।
প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায় ২৯ এপিল। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৩ জন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১২ ● ২৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ