আদীবাসী রাখাইনদের বিকল্প ধারায় জীবীকায়নে উপকরণ বিতারণ

প্রথম পাতা » কুয়াকাটা » আদীবাসী রাখাইনদের বিকল্প ধারায় জীবীকায়নে উপকরণ বিতারণ
বৃহস্পতিবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৯


---

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়ায় পিছিয়ে পড়া অসহায় আদীবাসী রাখাইন সম্প্রদায়ের বিকল্প ধারায় জীবীকায়নের লক্ষে ১২ জন রাখাইন নারীকে তাত শিল্পের উপকরণ বিতারণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আমখোলা রাখাইন পাড়ায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উদ্যোগে এসব উপকরণ বিতারণ করা হয়। একই সময় আরো ১৬ টি দরিদ্র জনগোষ্ঠির পরিবারের মাঝে ছাগল, ক্ষুদ্র ব্যবসার জন্য মালামালসহ হতদরিদ্র হস্ত শিল্প পরিবারের মাঝে বাঁশ ও গোল পাতা বিতারণ করেন। এসময় লতাচাপলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উপজেলা সমন্ময়কারী জেমস রাজীব বিশ্বাস, মিনিটরিং কর্মকর্তা রাসেদ খা, ফিল্ড অফিসার উজ্জল চন্দ্র কুন্ডু, ইউপি সদস্য মো.জাফর উদ্দিন ও শাহিনূর বেগম সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এমইউএম/এনইউবি

বাংলাদেশ সময়: ১৫:০১:১৭ ● ৯৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ