আদালতের নিষেধাজ্ঞা অমান্য-চরফ্যাশনে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » আদালতের নিষেধাজ্ঞা অমান্য-চরফ্যাশনে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ
বুধবার ● ১০ জুন ২০২০


চরফ্যাশনে জোরপূর্বক ঘর উত্তোলনের অভিযোগ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার রসুলপুর ৯নং ওয়ার্ড বেঁড়ী বাধের পাশে উত্তর চরআইচা মৌজার ৫৪শতক জমির উপর আদালতের নিষেজ্ঞা অমান্য করে আমির হোসেন জমাদারের বিরুদ্ধে জোরপূর্বেক ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। শশীভূষণ থানার ওসি তদন্তের নির্দেশ এস আই কমল দেবনাথ মঙ্গলবার সরেজমিন গিয়ে কাজ করা বন্ধের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার শশীভূষণ থানার উত্তর চরআইচা মৌজার এস এস ১৩৬খতিয়ানের ডিয়ারা ৪৫৩ দাগনং ৪৩৫০ ও ৪৩৫১ মোট ৫৪শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। এই জমির উপর চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে ১৫৩/২০ মামলা দায়ের করলে আদালত উক্ত জমির উপর আদালত অস্থায়ী নিষেজ্ঞার রায় প্রদান করেন। ওই নিষেজ্ঞাকে অমান্য করে রসুলপুর ৯নং ওয়ার্ডের বেঁড়ীবাধের পাশে আমির হোসেন জমাদার জোরপূর্বক ঘর উত্তোলন করেছেন। ৭ জুন সকালে নোটিশ করা হলে কাজ বন্ধ করেনি। বিকালে শশীভূষণ থানার এস আই নাসির উদ্দিন গিয়ে কাজ বন্ধ করেন। ৯ জুন পূনঃরায় কাজ করলে শশীভূষণ থানার এস আই কমল দেবনাথ দুপুর ১২টায় কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত কাজ বন্ধ রয়েছে বলে জমির মালিক সূত্রে জানা গেছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২৮:২০ ● ৫১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ