পায়রা বিদ্যুত কেন্দ্রের জেটিতে প্রথম ভিড়ল গ্র্যাব শিপ
প্রথম পাতা »
পায়রা বন্দর »
পায়রা বিদ্যুত কেন্দ্রের জেটিতে প্রথম ভিড়ল গ্র্যাব শিপ
মঙ্গলবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৯
মেজবাহউদ্দিন মাননু॥
কলাপাড়ায় রাবনাবাদ চ্যানেলের পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের জেটিতে সরসরি ভিড়ল কয়লা, লাইমস্টোনসহ পণ্য খালাশের যন্ত্র ‘গ্র্যাব শিপ আনলোডার’ বহনকারী জাহাজ শিন চেন ওশান। ২৫ হাজার টন বহন ক্ষমতা সম্পন্ন ১৫৪ মিটার দীর্ঘ ৪০মিটার প্রস্থ জাহাজটি মঙ্গলবার সকাল নয়টায় পায়রা বিদ্যুত কেন্দ্রের জেটিতে ভিড়েছে। প্রায় এক লাখ টন ক্ষমতা সম্পন্ন জেটিতে জাহাজটি নোঙর করার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ল পায়রা বন্দর কর্তৃপক্ষসহ তাপ বিদ্যুত কেন্দ্রের কর্মকর্তারা। চারটি গ্রাব শিব আনলোডারের মাধ্যমে আনলোড করে কনভেয়ার বেল্টের মাধ্যমে বিদ্যুত কেন্দ্রে স্থাপিত কয়লা মজুদ রাখার ডোমে পৌছবে। ৩২ মিটার বুম দীর্ঘ এবং ৪৮ মিটার উচ্চতার একেকটি গ্র্যাব শিপ ঘন্টায় ৩২ শ’ টন কয়লা আনলোড করতে পারবে। বছরে প্রায় চার মিলিয়ন টন কয়লা এই জেটি দিয়ে আনলোড করার সক্ষমতা সম্পন্ন এই গ্র্যাব শিপ আনলোডার স্থাপনের জন্য সরাসরি চীন থেকে জাহাজটি সাগরপথে বাংলাদেশে এসে পৌছল। বিসিপিসিএল এর সহকারী প্রকৌশলী মোঃ পিঞ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা শাহমনি জিকো জানান, চীন থেকে গ্রাব শিপ আনলোডার বহনকারী জাহাজ শিনচেন ওশান পৌছতে ২০দিন সময় লেগেছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের ডক মাস্টার ক্যাপ্টেন এসএম শরীফুর রহমান ও পাইলট ক্যাপ্টেন আসীফ আহমেদ গ্র্যাব শিপ আনলোডার বহনকারী জাহাজটি পায়রা বন্দর জেটি থেকে সরাসরি পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের ৩৮৫ মিটার দীর্ঘ জেটির উত্তরাংশে নোঙর করে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেন। বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানীর (বিসিপিসিএল) নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মো. রেজওয়ান ইকবাল খান জানান, চায়নার ডালিয়ান হুয়ারুই হেভি ইন্ডাস্ট্রি গ্রুপ লিমিটেড এ আনলোডার প্রস্তুতকারক। জেটিতে গ্রাব আনলোডার বহনকারী জাহাজ নোঙরকালে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেডের (সিইসিসি) প্রকল্প পরিচালক হ্যান লি গুয়া, বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানীর (বিসিপিসিএল) নির্বাহী প্রকৌশলী ওয়াং ঝিসহ বিদ্যুত প্লান্টের কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের কাছে এ মুহূর্তটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত রয়েছে বলে মন্তব্য করেছেন। গ্র্যাব শিপ আনলোডার মেশিনে কয়লা, লাইমস্টোন আনলোডারের মাধ্যমে আনলোড করে কনভেয়ার বেল্টের মাধ্যমে বিদ্যুত কেন্দ্রে স্থাপিত কয়লা জমা রাখার ডোমে পৌছবে। কলাপাড়ার ধানখালীতে নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রটি এ বছরের শেষের দিকে উৎপাদনে যাওয়ার কথা। ইতোমধ্যে শতকরা ৬৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
এনবি/এনইউবি
বাংলাদেশ সময়: ১৪:৪৫:২১ ●
১১৬১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)