তিন নারীকে পিটুনি বাউফলে যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » পটুয়াখালী » তিন নারীকে পিটুনি বাউফলে যুবলীগ নেতা ইউপি সদস্য গ্রেপ্তার
শনিবার ● ৯ মে ২০২০


যুবলীগ নেতা ইউপি সদস্য মো. মিজানুর রহমান

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি
জমিজমার বিরোধে পটুয়াখালীর বাউফলে তিন নারীকে প্রকাশ্যে পিটুনি দেওয়ার ঘটনায় প্রধান আসামি মো. মিজানুর রহমানকে (৪০) শনিবার দুপুরে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে। মিজানুর হলেন বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক  ও বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের আবদুস ছত্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার ও ইউপি সদস্য মিজানুর রহমানের বিরোধ চলছিল। গত রবিবার ছত্তারের জমি থেকে মুগ ডাল তুলতে যান মিজানুর ও তাঁর লোকজন। এতে বাধা দিলে মিজানুর ও তাঁর লোকেরা ছত্তারের স্ত্রী মোসা. রাশিদা বেগম (৫০), ভাতিজি মোসা. কুলসুম বেগম (৩২) ও পুত্রবধূ মোসা. লাকি বেগমকে (২৫) টেনেহিঁচড়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করে। আহত ওই তিন নারীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. তানভীর আহম্মেদ বলেন, আহত তিন নারীর মধ্যে একজনের (লাকি) ডান পা ভেঙে গেছে। তিনজনই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ছত্তারের ছেলে মো. নূরুল ইসলাম বাদী হয়ে মিজানুরকে প্রধান আসামি করে সাত ব্যক্তির বিরুদ্ধে পরের দিন সোমবার বাউফল থানায় মামলা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা আজকে (শনিবার) দুপুরে বগা বন্দর এলাকা থেকে মিজানুরকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৬:১১:০০ ● ৩৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ