ইন্দুরকানী থেকে ধান কাটা শ্রমিক প্রেরণ

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানী থেকে ধান কাটা শ্রমিক প্রেরণ
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০


---

ইন্দুরকানী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
ইন্দুরকানী থেকে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ধান কাটা শ্রমিক প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বরে এ সকল শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে বাস যোগে নাজিরপুর ও উজিরপুরে প্রেরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী বোরো ধান কাটার জন্য আমাদের উপজেলা থেকে ১৭ জন কৃষি শ্রমিক দুই উপজেলায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও ১০০ শ্রমিককে বিভিন্ন উপজেলায় প্রেরণের জন্য তালিকাভূক্ত করা হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে তাদের প্রেরণ করা হবে। শ্রমিকদের যাবতীয় খরচ বহন করেছে উপজেলা প্রশাসন। শ্রমিকরা প্রেরিত উপজেলায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাবেন। তিনি বাকি ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি, স্বাস্থ্য বিভাগ ও ইন্দুরকানী থানার যৌথ ব্যবস্থাপনায় এসকল শ্রমিক প্রেরণ করা হয়। সকল শ্রমিককে স্বাস্থ্য বিধি মেনে চলতে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, ডাঃ মেহেদি হাসান, ইন্দুরানী থানার ওসি হাবিবুর রহমান, ইন্দুরকানী প্রেসক্লাবে সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক আহসান সগীর, মোঃ মনিরুজ্জামান, শেখ মারুফুল ইসলাম, কে.এম শামীম রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:১০:০২ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ