অসংখ্য ভুয়া নামে কার্ড কলাপাড়ায় ৮০ কেজি করে চাল পাচ্ছে দশ সহস্রাধিক জেলে পরিবার

প্রথম পাতা » পটুয়াখালী » অসংখ্য ভুয়া নামে কার্ড কলাপাড়ায় ৮০ কেজি করে চাল পাচ্ছে দশ সহস্রাধিক জেলে পরিবার
রবিবার ● ২৬ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়ায় এবারে ভিজিএফএর ৮০ কেজি করে চাল পাচ্ছেন দশ হাজার ২৪৩ জেলে পরিবার। মে মাসের প্রথম সপ্তাহে এ চাল বিতরণ হবে বলে নিশ্চিত করলেন কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা। এপ্রিল-মে দুই মাসের জন্য জাটকা আহরণ থেকে বিরত থাকা প্রকৃত জেলেদের মধ্যে এ চাল বিতরণ নিশ্চিত করতে প্রশাসন এবারে ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত ফেব্রু-মার্চে যেসব জেলে ৮০ কেজি করে চাল পেয়েছেন নয় হাজার ১৪৩ পরিবার, তাদের বাদ দিয়ে বাকি কার্ডধারী জেলেদের মধ্যে আগে এচাল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। কলাপাড়ায় জেলে কার্ডধারীর সংখ্যা ১৮ হাজার ৩০৫ জন। তবে এ তালিকা নিয়ে রয়েছে এন্তার অভিযোগ। কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার এ তালিকায় প্রায় আড়াই হাজার কার্ড রয়েছে যারা প্রকৃত জেলে নয়। কোনদিন মাছ ধরে নাই এমন ব্যক্তিও রয়েছে এ তালিকায়। এমনকি ভাড়াটে হোন্ডা চালকদের নামও তালিকাভুক্ত করার অভিযোগ রয়েছে। উপজেলা পরিষদের বিভিন্ন সভায় এ নিয়ে বিষদ আলোচনা হয়েছে। এ তালিকা যাচাই-বাছাইয়ের দাবি উঠে এসেছে। প্রকৃত জেলেরা জানান, সরকার জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের চাল চলে যাচ্ছে কার্ডধারী ভুয়া লোকদের ঘরে। বঞ্চিত থাকছে প্রকৃত জেলেরা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, গেলবারে (ফেব্রু-মার্চে) যারা চাল পেয়েছেন তাদের বাদ দিয়ে এবারে প্রথমে কার্ডধারী জেলেদের চাল বিতরণ শেষে বাকি চাল প্রকৃত কার্ডধারী দরিদ্র অন্য জেলেদের দেয়া হবে।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৫:২৫:৩৬ ● ৪০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ