কাউখালীতে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০


কাউখালীতে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা মূল্যের ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং একটি নৌকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪এপ্রিল)দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা’র  নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দের পর কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
এই অভিযানে অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সাইফুল ইসলাম. মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী প্রসেনজিৎ রায় এবং নৌ-পুলিশের সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা বলেন, করোনার কারনে কাউকে জেল বা জরিমানা করা হয় নাই। তিনি বলেন জাতীয় সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে। মৎস্য সম্পদ রক্ষায় সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫৮ ● ৩৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ