চরফ্যাশনে সাংবাদিক আমির’র ত্রাণ বিতরণ

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে সাংবাদিক আমির’র ত্রাণ বিতরণ
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০


চরফ্যাশনে সাংবাদিক আমির’র ত্রাণ বিতরণ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

চরফ্যাশন দৈনিক যুগান্তর (দক্ষিণ) প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি আমির হোসেন অসহায় ও দারিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন।  বৃহম্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় তার আহম্মদপুর ইউনিয়নের পূর্ব ফরিদাবাদ নিজ গ্রামের বাড়ীতে একান্ত ব্যক্তিগত ভাবে কিছু প্যাকেট বিতরণ করেছেন। তিনি নিজে তার জম্মস্থান এলাকায় ঘুরে ঘুরে যে সকল পরিবারের অভিভাবক নেই অর্থাৎ স্বামী নেই, বয়স্ক পুরুষ, আয় রোজগার করার মত কেউ নেই এমন পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে দু‘দিন পূর্বে। সাথে সাথে দেয়া হয়েছে কার্ড। ওই কার্ড অনুযায়ী ত্রাণ দেয়া হয়েছে। তার প্যাকেটে ছিল, চাল, চিনি, ডাল, তৈল, আলু, চিড়া, মুড়ি, সেমাই, ভূট, পেঁয়াজ, সাবান ও তরমুজ। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, সাংবাদিক আমির হোসেনের পিতা নুরুল ইসলাম, মাতা ছলেমা বেগম, স্ত্রী তাছলিমা বেগম, ছেলে শাহরিয়ার হাছান রিফাত, ছোট ভাই আমার সংবাদের প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান চৌধুরী, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি এম সিরাজুল ইসলাম প্রমুখ।  সাংবাদিক আমির হোসেন বলেন, আমি সকল বিত্তবানদের কাছে অনুরোধ করবো- এই করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাড়াঁন? আপনার যা সমর্থ আছে সে মোতাবেক পাশে থাকার আহবান জানিছেন।  ত্রাণের প্যাকেট পেয়ে পূর্ব ফরিদাবাদ আবাসনে থাকা অসহায় নুরজাহান বেগম বলেন, বাবারে আই কোন সাহায্য হায়নি। লেম্বারেরা আঙগো নাম নেয়না। আঙগো টাহা পয়সা নাই এজন্যে সরকারি খাতাত নাম লেহাতে হারিনা। বয়স্ক, বিধবার নাম হাইনা। অনেক কষ্টকরে জীবন কাটছে।

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০১:১৪ ● ৩৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ