মনপুারায় খেলার সাথীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মনপুারায় খেলার সাথীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
সোমবার ● ২০ এপ্রিল ২০২০


মনপুারায় খেলার সাথীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

মনপুরা (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার মনপুরার খেলা শেষে এক শিশু কন্যা খালের পানিতে পা ধুতে গিয়ে পড়ে গেলে সঙ্গীয় অপর শিশু কন্যা খেলার সাথীকে বাঁচাতে খালে লাফ দেয়। অবশেষে দুই শিশু কন্যা খালের পানিতে ডুবে মারা যায়।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এই হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খালের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশু দুইটি হলেন, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ জসিমের মেয়ে রাবেয়া (৫)। অপর শিশুটি হলেন উপজেলার একই ইউনিয়নের বাসিন্দা মোঃ করিমের মেয়ে সামিয়া (৭)।

শিশুটির আত্মীয়ের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজ কাজী জানান, রোববার বিকেলে শিশু দুইটি তাদের সঙ্গীয়দের নিয়ে বাড়ির পাশে খেলছিল। সন্ধ্যা ঘনিয়ে আসলে খেলা শেষে জসিমের মেয়ে রাবেয়া (৫) খালে পা ধুতে গেলে খালের পানিতে পড়ে যায়। তখন সঙ্গীয় খেলার সাথী করিমের শিশু কণ্যা সামিয়া (৭) বাঁচাতে গিয়ে খালে লাফ দেয়। পরে পানিতে শিশু দুইটি ডুবে যায়। পরে সঙ্গীয় অপর শিশুরা বাড়িতে খবর দিলে ততক্ষনে শিশু দুইটি লাশ খালের পানিতে ভেসে উঠে। পরে স্থানীয়রা উদ্ধার করে খাড়ির খাল জামে মসজিদের পাশে জানাযা শেষে দাফন করা হয়। এদিকে শিশু দুইটির মৃত্যুর খবরে পরিবার ও পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।

এপিজে/এমআর

বাংলাদেশ সময়: ১১:৩৯:৩৯ ● ৩৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ