দশমিনায় স্কুল মাঠে সাপ্তাহিক বাজার

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় স্কুল মাঠে সাপ্তাহিক বাজার
শনিবার ● ১৮ এপ্রিল ২০২০


দশমিনায় স্কুল মাঠে সাপ্তাহিক বাজার

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

করোনার প্রভাব থেকে রক্ষা পেতে জনসমাগম রোধে বিকল্প পদ্ধতি হিসাবে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ানের প্রানকেন্দ্রের গছানী বাজার স্কুল মাঠে সাপ্তাহিক কাচা বাজার বসানো হয়েছে । শনিবার (১৮ এপ্রিল) বিকালে বসেছে এ বাজার। সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বসানো হয়েছে।
স্থানীয়রা জানান, নির্ধারিত দূরত্ব বজায় রেখে দুপুরের পর থেকে চলছে বেচা-কেনা। উপজেলার ইউনিয়ানের প্রধান বাজার হওয়া স্থাণীয়দের জন্য এ বাজারটি বেশ গুরুত্বপূর্ন। তাই ভির এড়াতে গছানী  মাধ্যমিক বিদ্যালয় মাঠে বসানো হয়েছে হাট। আর হাটটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে জমে উঠেছে বেচা-কেনা।
বাজার বনিক সমিতির সভাপতি ও ইউনিয়ান আ”লীগের সভাপতি কাজী আনোয়ার জানান, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে এ বাজারটিতে ক্রেতা সাধারণের ভির লেগেই থাকতো। তাই জনসমাগম রোধে এ বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, করোনা প্রতিরোধে আমরা দৃঢ় প্রত্যয়। কোন প্রকার ভির যাতে না হয় সে দিকে খেয়াল রাখতে বাজার কমিটির লোক থাকবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০০:০৪ ● ৩৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ