বানারীপাড়ায় হিন্দু নেতার ওপর দুর্বৃত্তদের হামলা

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় হিন্দু নেতার ওপর দুর্বৃত্তদের হামলা
শনিবার ● ২৮ মার্চ ২০২০


প্রতীকী ছবি

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় বাংলাদেশ হিন্দু রক্ষা উন্নয়ন ও প্রতিবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি নিত্তম দাস নিজ এলাকায় দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। শুক্রবার রাতে গাভা বাজার সংলগ্ন সড়কে তিনি এ হামলার শিকার হন। শনিবার দুপুরে নিত্তম দাস বাদী হয়ে এ ঘটনায় স্থানীয় ৩ জনকে নামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
নিত্তম দাস জানান, সম্প্রতি সে ঢাকা থেকে বাড়িতে ফিরে নিজ গ্রামের নামে সভাপতি হিসেবে গাভা ব্রিটিশ কালি মন্দির নির্মাণ কাজ শুরু করার উদ্যোগ নেন। সে অনুযায়ী বাড়িতে মন্দির নির্মাণের ইট বালু খোয়া ও সিমেন্টসহ মালামাল কিনেও আনেন। তার একার অর্থে ওই মন্দির নির্মাণের উদ্যোগ অনেকেরই ভাল লাগেনী। ফলে তিনি এহামলার শিকার হন। নিত্তম আরও জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গাভা বাজারে যান এবং সেখানে হক ডালীর দোকানে চা খেয়ে মোবাইলে ফ্লেক্সি লোড করছিলেন। ওই সময় স্থানীয় যুবক তাকে কথা বলার জন্য বাজার সংলগ্ন সড়কে ডেকে নিয়ে হামলা করেন। হামলায় তার বাম হাতের দৃদ্ধা আঙ্গুলে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল বলেন, সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিএমআর/এনবি

বাংলাদেশ সময়: ১৬:৫০:২৩ ● ৩৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ