দশমিনায় সরস্বতী পূূঁজার শেষ মুহুর্তের প্রস্তুুতি

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় সরস্বতী পূূঁজার শেষ মুহুর্তের প্রস্তুুতি
মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২০


দশমিনায় সরস্বতী পূূঁজার শেষ মুহুর্তের প্রস্তুুতি

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় সরস্বতী পূঁজাকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পঞ্জিকা মতে আগামী বুধবার ও বৃহস্পতিবার  হিন্দু ধর্মাম্বলীদের অন্যতম উৎসব বাণী অর্চনা ও সরস্বতী পূঁজা। উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে হিন্দু ধর্মাম্বলীদের অন্যতম উৎসব বাণী অর্চনা ও সরস্বতী পূঁজা অনুষ্ঠিত হবে বলে জানান একাধিক ভক্ত।
জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়ানের সনাতন ধর্মম্বালীরা সরেস্বতীর প্রতিমা বিভিন্ন বাজার থেকে ক্রায় করে নিয়েছে। সরস্বতী পূঁজার আগের দিন নলখোলা গিয়ে দেখা যায়, প্রতিমার অস্থায়ী বাজার বসেছে কানাই চন্দ্রের বসত ঘরের সামনে। বিভিন্ন আকৃতির প্রতিমা পাইকারি এনে ব্যবসায় বিক্রি করেন। বিভিন্ন আকৃতির প্রতিমা বিভিন্ন দামে বিক্রি করে। প্রতিমা বিক্রেতা বলেন, হাতে আজকের (মঙ্গলবার) দিনই রয়েছে। আজ ক্রেতার ভিড় চোখে পরারমত। তবে গত বছরের চেয়ে এবছর প্রতিমা বিক্রি হচ্ছে বেশি। কারণ এ বছর উপজেলার হিন্দুরা তুলনামূলক ভাবে অনেক বেশি পূঁজার মন্ডব করেছেন। মানুষ শেষ মুহুর্তে প্রতিমা ক্রেতার ভীড়। তবে মঙ্গলবার বেচা-বিক্রি জমে উঠবে বলে আশা করা হচ্ছে। পূঁজার বিক্রিকে ঘিরে ফল ব্যবসায়ীদের মুখে মিশ্র অভিমত শোনা গেল। কেউ কেউ আশঙ্কা করছেন ব্যবসার। সরস্বতী প্রতিমা, ফলমূলের পাশাপাশি সাজানোর মালা ও পূঁজার ফুলসহ পূজার প্রয়োজনীয় নানান রকম সামগ্রী নিয়ে ব্যবসায়ীরা হাজির হয়েছেন দশমিনা বাজারে। একইভাবে উপজেলার প্রায় বাজারে গুলোতেই সরস্বতী পূঁজার শেষ মুহূর্তের প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৬:১১ ● ৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ