নেছারাবাদে কলেজ ছাত্রীর আত্মহত্যা!

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে কলেজ ছাত্রীর আত্মহত্যা!
শনিবার ● ২ নভেম্বর ২০১৯


নেছারাবাদে কলেজ ছাত্রীর আত্মহত্যা!

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে মায়ের সাথে অভিমান করে সুমাইয়া আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাটী গ্রামে ওই ঘটনা ঘটে। ওই গ্রামের ইউপি সদস্য বিধান চন্দ্র মেয়েটির পরিবারের বরাত দিয়ে জানান, ওই দিন সকালে সুমাইয়া প্রাইভেট পড়ে বাড়ী ফিরতে একটু দেরি করে। এতে তার মা ক্ষিপ্ত হয়ে মেয়েকে একটু বকাঝকা করে। দুপুরে সবাই খেয়ে দেয়ে বিকেলের দিকে তার মা ছোট ছেলেকে নিয়ে প্রাইভেট পড়ানোর জন্য বাসা থেকে বেরিয়ে যান। পরে সন্ধ্যার দিকে বাসায় ফিরে ওড়না দিয়ে পেচানো ঘরের উপরে আড়ার সাথে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।
কলেজ ছাত্রী সুমাইয়া উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মেয়েটির বাবা এমাম চৌধুরি স্থানীয় শান্তিরহাট বাজারের একজন চা দোকানি।
নেছারাবাদ থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ বিষয়ে থানায় একটি ইউডিডি মামলা হয়েছে। পরিবারের কাছে লিখিত নিয়ে লাশটি হস্তান্তর করা হয়েছে।

এআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১২:১৪ ● ৫৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ