বোনের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গৃহবধূ রুনা হত্যায় গ্রেফতার নেই আসামী!

প্রথম পাতা » সর্বশেষ » বোনের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গৃহবধূ রুনা হত্যায় গ্রেফতার নেই আসামী!
সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
নীলগঞ্জের নবীপুর গ্রামের গৃহবধূ খাদিজা আফরিন রুনা হত্যার দুই মাস পরও কোন আসামি গ্রেফতার হয়নি। চার আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছে। হুমকি দেয়া হচ্ছে মামলা প্রত্যাহারের। আসামিদের ভয়ে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন রুনার বাবাসহ স্বজনরা। পুলিশি ভুমিকায় উদ্বিগ্ন রুনার পরিবার। এমনসব অভিযোগ এনে সোমবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহত রুনার ছোট বোন সানজিদা আক্তার রুমা। লিখিত বক্তব্যে সে আরও জানান, যৌতুকের জন্য তার বোনকে মারধর করা হতো। এনিয়ে সালিশ বৈঠক করা হয়। এক দফা তালাক পর্যন্ত দেয় স্বামী রাকিবুল বেপারী। আবার তালাক বাতিল করে ঘর সংসার করতে থাকে। গেল বছর ২৬ নবেম্বর শারীরিক নির্যাতন শেষে ঘরের একটি কক্ষে আটকে রাখা হয় রুনাকে। তখন হত্যার উদ্দেশে কীটনাশক খাইয়ে দেয়। এরপরে রক্তবমি করতে থাকে রুনা। তাঁদের কাউকে অবহিত না করে রুনাকে বরিশাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থাকাকালে ২৮ নবেম্বর মধ্যরাতে রুনা মারা যায়। এ ঘটনায় পাষন্ড স্বামী রাকিবুলসহ সাতজনকে আসামি করে কলাপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন রুনার মা রোকেয়া বেগম। সানজিদা আরও জানান, বর্তমানে মামলার আসামি সাহিদা বেগম, রাণী বেগম, আঃ হক হাওলাদার ও সামসুদ্দিন বেপারী প্রকাশ্যে ঘোরাফেরা করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাম্মেল হোসেনের বিরূদ্ধেও কাউকে না ধরার অভিযোগ করেন। এ ঘটনায় নিহত রুনার বাবা মালেক মৃধা পটুয়াখালীর পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। বর্তমানে নিহত রুনার গোটা পরিবার আছেন চরম নিরাপত্তাহীন। এসআই মোজাম্মেল হোসেন জানান, সকল আসামি পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়।

এমইউএম/এনইউবি

বাংলাদেশ সময়: ১৪:২৫:২৭ ● ৫৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ