রোহিঙ্গাদের ফেরাতে সহযোগিতার আশ্বাস চীনের

প্রথম পাতা » জাতীয় » রোহিঙ্গাদের ফেরাতে সহযোগিতার আশ্বাস চীনের
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯


রোহিঙ্গাদের ফেরাতে সহযোগিতার আশ্বাস চীনের

ঢাকা সাগরকন্যা অফিস॥

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকবে চীন। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছে দেশটি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে তারা দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ত্রাণ প্রতিমন্ত্রী বাংলাদেশে আশ্রিত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে সার্বিক সহযোগিতার লক্ষ্যে কার্যকর ভূমিকা নিতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
জবাবে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে চীন বাংলাদেশের পাশে আছে এবং সার্বিক সহযোগিতা করবে। চীনের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত লি জিমিং। অন্য সদস্যরা হলেন- দূতাবাসের ডিফেন্স এটাচের সিনিয়র কর্নেল লি চেঙলিন, ইকনোমিক ও কমার্শিয়াল কাউন্সিলর লিউ ঝিনহুয়া এবং এটাচে ইয়ো পেনাঙ।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৪:৫৯ ● ৩৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ