স্কুলের মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে: শিক্ষা উপমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » স্কুলের মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে: শিক্ষা উপমন্ত্রী
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯


স্কুলের মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে: শিক্ষা উপমন্ত্রী

গাজীপুর সাগরকন্যা প্রতিনিধি॥

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিদ্যালয়ের মাঠে আর কোনও স্থাপনা নির্মাণ করা যাবে না। কোনও ধরনের বাণিজ্যিক স্থাপনাও নির্মাণ করা যাবে না। বিদ্যালয়ের মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত রাখতে হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো শিক্ষাব্যবস্থা ধীরে ধীরে জাতীয়করণের আওতায় আনতে চান যাতে সাধারণ মানুষ বিনামূল্যে সরকারি সহযোগিতায় শিক্ষিত হতে পারে, দক্ষ হতে পারে, নিজের জীবন গড়তে পারে।
চান্দনা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আবদুল হালিম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, অধ্যক্ষ আবদুল বারী, অধ্যক্ষ এম এ বারী, গাজীপুর জেলা মধ্যামিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, চান্দনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকার প্রমুখ।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৮:৫২ ● ৩৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ