বড়ই বাগান রক্ষার নামে কারেন্ট জালে শত শত পাখি নিধনের অভিযোগ

হোম পেজ » পিরোজপুর » বড়ই বাগান রক্ষার নামে কারেন্ট জালে শত শত পাখি নিধনের অভিযোগ
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

বড়ই বাগান রক্ষার নামে কারেন্ট জালে শত শত পাখি নিধনের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নে বড়ই বাগান রক্ষার অজুহাতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে শত শত পাখি নিধনের অভিযোগ উঠেছে বাগান মালিক আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে বাওকুলসহ বিভিন্ন জাতের বড়ই চাষ করে এলেও তার ব্যবহৃত এই পদ্ধতিতে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

সোহাগদল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আলাউদ্দিন মিয়ার বড়ই বাগানে বুধবার (২৮ জানুয়ারি) বিকালে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। বাগানের চারপাশে টানানো নিষিদ্ধ কারেন্ট জালে আটকে বিভিন্ন প্রজাতির শত শত পাখি মৃত অবস্থায় পড়েছিল।

 

এর আগে এমন দৃশ্য দেখে স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এবং সাংবাদিকদের অবহিত করেন। স্থানীয়দের অভিযোগ, আলাউদ্দিন মিয়া গত তিন থেকে চার বছর ধরে প্রায় এক একর জমিতে বড়ই চাষ করে আসছেন। পাখির আক্রমণ থেকে বড়ই রক্ষার অজুহাতে তিনি দীর্ঘদিন ধরে বাগানজুড়ে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করছেন। ফলে বড়ই মৌসুমে খাবারের সন্ধানে বাগানে আসা পাখিরা জালে আটকে ছটফট করতে করতে প্রতিদিনই মারা যাচ্ছে।

 

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার বিকেলে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে পাখি মৃত্যুর করুণ চিত্র প্রত্যক্ষ করেন। তবে এ সময় বাগানের মালিক আলাউদ্দিন মিয়াকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, কারেন্ট জালে আটকে পাখি মারা যাওয়ার ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, যা পরিবেশ ও প্রাণবৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।

 

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:২২:১৯ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ