কেহই স্বাধীন নই, আমরা মহান আল্লাহর কাছে দায়বদ্ধ: ছারছীনার পীর

হোম পেজ » ইসলামী জীবন » কেহই স্বাধীন নই, আমরা মহান আল্লাহর কাছে দায়বদ্ধ: ছারছীনার পীর
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

ছারছীনা শরীফের পীর সাহেব দোয়া মোনাজাত পরিচালনা করছেন

সাগরকন্যা প্রতিবেদক, মুলাদি (বরিশাল)

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছারু্দ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) প্রশ্ন রেখে বলেন, আমরা কী আসলেই স্বাধীন? আমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কী আমাদের মালিকানায়? আমাদের শরীরের প্রতিটা অঙ্গ দিয়ে যা মন চায় তা করতে পারি কি? ইসলামের কেউই স্বাধীন নয়। এমনকি গাছপালা কিংবা প্রাণিজগতও একক হুকুমের অধীনে পরিচালিত হয়। সবাই পরাধীন, সবাই মহান আল্লাহর গোলাম।

 

তিনি আরও বলেন, আমরা কেউই নিজের মালিক নই; আমরা সকলেই মহান আল্লাহর মালিকানায় থাকা এক সামান্য সৃষ্টি। আমাদের জীবন একজন নির্দিষ্ট সত্তার নির্দেশনা ও হুকুম অনুযায়ী পরিচালিত হয়। সর্বোপরি আমরা সবাই মহান আল্লাহর কর্তৃত্বের কাছে দায়বদ্ধ।

 

এই বক্তব্য তিনি গতকাল মঙ্গলবার বরিশাল জেলার মুলাদি উপজেলাধীন চরগাছুয়া দারুসসুন্নাত ছালেহীয়া দ্বীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় দেন।

 

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, এবং পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ।

 

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩১:০৮ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ