বরগুনা-২ : জামায়াতের হালাল টাকা খেয়ে ভোট দিন ধানের শীষে: নুরুল ইসলাম মনি

হোম পেজ » বরগুনা » বরগুনা-২ : জামায়াতের হালাল টাকা খেয়ে ভোট দিন ধানের শীষে: নুরুল ইসলাম মনি
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

বক্তব্য রাখছেন বরগুনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, জামায়াতের হালাল টাকা খাইবেন, কিন্তু ভোট দিবেন ধানের শীষে। তিনি বলেন, দাড়ি-পাল্লায় ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে- এমন বিভ্রান্তিকর ধারণা জনগণকে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ভুল।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার খলিফার হাটে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

 

জনসভায় জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে নুরুল ইসলাম মনি বলেন, দাঁড়ি-পাল্লার দিন শেষ, এখন ডিজিটাল বাংলাদেশ। যারা মনে করে শুধু একটি প্রতীকে ভোট দিলেই বেহেশত নিশ্চিত- কিয়ামতের দিন আল্লাহ তাদের জবাবদিহির মুখোমুখি করবেন।

জামায়াতের আমির ডা. শফিকুল ইসলামের উদ্দেশে তিনি বলেন, শফিকুল ইসলাম যদি বেহেশত দিতে পারেন, তাহলে তিনি রোজা-নামাজ পড়েন কেন?

 

চাঁদাবাজি প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, আজকের পর থেকে বরগুনায় চাঁদাবাজি বন্ধ করতে হবে। যারা আগে চাঁদা খেয়েছেন, তারা ভালো হয়ে যান- এটাই আমার অনুরোধ।

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে আগামী ১২ তারিখ এমপি বানান, তাহলে বরগুনায় চাঁদাবাজদের কোনো জায়গা থাকবে না।

 

নিজের পূর্ববর্তী সংসদ সদস্য হিসেবে দায়িত্বকালের উদাহরণ টেনে তিনি বলেন, আমি টানা ১৫ বছর এমপি ছিলাম। কোনো চোর, ডাকাত বা সন্ত্রাসীকে আমি প্রশ্রয় দিইনি।

এ সময় তিনি পাথরঘাটার ছাত্রদল নেতা ‘ছোট্ট’-এর প্রসঙ্গ তুলে বলেন, চাঁদাবাজির অভিযোগে আমি নিজেই তাকে তিনবার নিষেধ করেছি। এরপর থানা পুলিশকেও নির্দেশ দিয়েছি। কিন্তু সে সংশোধন না হওয়ায় আমি যতদিন এমপি ছিলাম, ততদিন সে জেলেই ছিল।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৫৬ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ