নেছারাবাদের মহিলা দল নেত্রী নির্বাচনী দায়িত্ব থেকে সরে গেলেন

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদের মহিলা দল নেত্রী নির্বাচনী দায়িত্ব থেকে সরে গেলেন
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

নেছারাবাদের মহিলা দল নেত্রী নির্বাচনী দায়িত্ব থেকে সরে গেলেন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমনের ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নেছারাবাদ উপজেলা মহিলা দল নেত্রী সুলতানা রাজিয়া। তিনি নির্বাচনী সেন্টারের জন্য প্রয়োজনীয় খরচ না পেয়ে হতাশ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।

 

মঙ্গলবার দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান, জলাবাড়ি, সুটিয়াকাঠি, গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। সামর্থ্য অনুযায়ী খরচ করেছি, আর ক্ষমতা নাই। কারো কোনো সহযোগিতা পাইনি।

 

সুলতানা রাজিয়া বলেন, তিনি নিজের টাকা-পয়সা খরচ করে নির্বাচন পরিচালনার কাজ করেছেন, কিন্তু এখন আর পারছেন না। তিনি বলেন, আমাদের কোনো খরচ দেওয়া হচ্ছে না। তাই স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। তবে যতদিন বেঁচে থাকব, ততদিন বিএনপি করি যাব।

 

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বিষয়টি নিয়ে বলেন, নির্বাচন পরিচালনার জন্য উপজেলার সব ইউনিয়ন থেকে মহিলা নেত্রীদের তালিকা ও কাগজপত্র দিতে হবে। এরপর তাদের ন্যূনতম একটি সেন্টার খরচ দেওয়া হবে। হয়ত এ নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা দেখছি।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৫৬ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ