সর্বশেষ
বরগুনা জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করে হামলার চেষ্টা, যুবক আটক ফলোআপ– মহিপুরে কৃষিবিদ শহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল ইন্দুরকানীর টগড়া গ্রামে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক বরিশাল-১ আসনে বিএনপি, বিদ্রোহী ও জামায়াতের প্রার্থীদের গণসংযোগ আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধুর কবর জিয়ারতের মধ্য দিয়ে সিপন ভুইয়ার নির্বাচনী প্রচারণা শুরু রাখাইন জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান এবিএম মোশাররফ হোসেনের প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পিরোজপুরে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বরিশাল-১ আসনে বিএনপি, বিদ্রোহী ও জামায়াতের প্রার্থীদের গণসংযোগ

হোম পেজ » বরিশাল » বরিশাল-১ আসনে বিএনপি, বিদ্রোহী ও জামায়াতের প্রার্থীদের গণসংযোগ
রবিবার ● ২৫ জানুয়ারী ২০২৬


 

জনসংযোগ করছেন বিএনপি মনোনিত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে রবিবার বিকালে বিভিন্ন প্রার্থী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

বিকাল ৫টায় গৌরনদী উপজেলার মেদাকুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, জেলা (উত্তর) যুবদলের সদস্য সচিব মাসুদ সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা প্রমুখ।

অপরদিকে, ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বহিস্কৃত সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান রোববার দিনব্যাপী গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্দি, বাঙ্গিলা, ধুরিয়াইল ও নন্দনপট্টিসহ বার্থী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খানও রোববার নলচিড়া ও বার্থী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আল-আমিন, সেক্রেটারি বায়েজীদ শরীফ, পৌর জামায়াতে ইসলামীর আমীর হাফিজুর রহমান ও সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১৪:১৮ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ