দুমকিতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬


 

দুমকিতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দুমকিতে প্রিজাইডিং অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে দুমকি উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান; বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. সজল মোর্শেদ আলম, পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ এবং বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম। পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব, আইনগত দিক ও নির্বাচনকালীন আচরণবিধি বিষয়ে দিকনির্দেশনা দেন; কর্মশালায় দুমকি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:২০:১৬ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ