আগৈলঝাড়ায় বিএনপি কার্যালয়ের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় বিএনপি কার্যালয়ের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা
শনিবার ● ২৪ জানুয়ারী ২০২৬


 

আগৈলঝাড়ায় বিএনপি কার্যালয়ের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

সাগরকন্যা প্রতিবেদ, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে টানানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট বাসাইল (পন্টেশ) বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মিয়া। তিনি বলেন, দুর্বৃত্তরা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার পাশাপাশি কার্যালয়ে প্রবেশের উদ্দেশ্যে দরজায় ধাক্কাধাক্কি করে।

শনিবার সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে খবর দিলে থানার এসআই সমীর বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:০৬ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ