বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মোয়াজ্জেনদের বিশেষ ভাতার ঘোষণা

হোম পেজ » পটুয়াখালী » বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মোয়াজ্জেনদের বিশেষ ভাতার ঘোষণা
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬


 

বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মোয়াজ্জেনদের বিশেষ ভাতার ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

বিএনপি ক্ষমতায় গেলে পরিবারের সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড, কৃষি উৎপাদন বাড়াতে কৃষক কার্ড এবং ইমাম-মোয়াজ্জেনদের জন্য বিশেষ ভাতাসহ নানা সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। শুক্রবার বিকেলে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কর্মসূচির কথা তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা পরিবারের প্রধান নারী সদস্যের নামে ইস্যু করা হবে। কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক নিশ্চিত করতে কৃষক কার্ড চালু করা হবে। একই সঙ্গে ইমাম-মোয়াজ্জেনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থাও করা হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্জন ও উন্নয়নে বিএনপির বড় ভূমিকা রয়েছে, আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা প্রয়োজন।

 

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন ও এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপিকে ভোট দিতে হবে। অন্য রাজনৈতিক দলের বক্তব্যের সমালোচনা করে তিনি বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে সব নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হবে। সভায় সভাপতিত্ব করেন মৌডুবি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কেএম বেলাল হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, রাঙ্গাবালী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:২৬:৪৩ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ