ডাকসুর মতো ১২ ফেব্রুয়ারি ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর

হোম পেজ » পটুয়াখালী » ডাকসুর মতো ১২ ফেব্রুয়ারি ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


 

ডাকসুর মতো ১২ ফেব্রুয়ারি ট্রাকের বিজয় ইতিহাস সৃষ্টি করবে- নুরুল হক নুর

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনেই আলোচিত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের প্রথম নির্বাচনী জনসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভা জনসমুদ্রে পরিণত হয়।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর নূরিয়া কামিল মাদ্রাসা মাঠে গণঅধিকার পরিষদ ও বিএনপির যৌথ আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

 

ভিপি নুর বলেন, গলাচিপা-দশমিনার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। উন্নয়নের নামে হয়েছে দুর্নীতি ও লুটপাট। এবার জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। আপনাদের ভোট ও সমর্থন পেলে এই অঞ্চলকে দেশের মধ্যে একটি উন্নয়নবান্ধব, দুর্নীতিমুক্ত ও সুশাসনের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে।

 

তিনি আরও বলেন, অনেক আশা ও ভরসার জায়গা থেকেই চরম প্রতিকূল পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই আসনে নির্বাচন করছি এবং দলটির পক্ষ থেকে গণঅধিকার পরিষদকে সমর্থন দেওয়া হয়েছে। তবে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। ওই প্রার্থী নির্বাচনী কার্যালয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করছেন, যা দুঃখজনক। দল থেকে বহিষ্কৃত কেউ বিএনপির নাম বা পরিচয় ব্যবহার করতে পারেন না। বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন।

 

নুর আরও উল্লেখ করেন, এ অঞ্চলে সাধারণত নৌকা ও ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। এবারের ব্যালটে ওই দুটি প্রতীক না থাকায় ‘ট্রাক’ মার্কা সাধারণ মানুষের বিকল্প প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। ডাকসুর বিজয়কে স্মরণ করে নুর বলেন, ডাকসুর মতো আগামী ১২ তারিখ নির্বাচনে ট্রাক মার্কার বিজয় আরেকটি ইতিহাস সৃষ্টি করবে।

 

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম মোস্তফা ও পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মো. শিপলু খানসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা সদর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. ফারুক হোসেন।

 

এর আগে নুরুল হক নুর বৃহস্পতিবার সকালে চর বিশ্বাস ইউনিয়নে নিজ বাড়ির সামনে অবস্থিত তাঁর মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

বাংলাদেশ সময়: ২১:৫৬:০৬ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ