বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
আমতলীতে খনিজ সামগ্রী রাখায় টিয়াখালী কলেজে পাঠদান বাধাগ্রস্ত
হোম পেজ » বরগুনা » আমতলীতে খনিজ সামগ্রী রাখায় টিয়াখালী কলেজে পাঠদান বাধাগ্রস্ত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (সিএনপিসি) কোম্পানীর খনিজ সম্পদ অনুসন্ধান সামগ্রী আমতলী উপজেলার টিয়াখালী কলেজের ভবনে রাখায় কলেজে পাঠদান বন্ধ রয়েছে। অভিযোগ আছে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খালেদ মোশাররফ সোহেল উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে কোম্পানীকে কলেজ ভবন ব্যবহারের অনুমতি দিয়েছেন।
স্থানীয়রা জানান, কোম্পানীর কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা কলেজের নীচতলা ও চতুর্থ তলায় বসবাস করছেন এবং খোলা পায়খানা ব্যবহার করছেন। এর কারণে কলেজ এবং আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং গত আট দিন ধরে শিক্ষার্থীরা কলেজে আসা বন্ধ করেছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, কোম্পানীর লোকজন কলেজের বাইরে তাবু খাটিয়ে থাকার অনুমতি পেয়েছেন; ভবন ব্যবহার করার কোনো অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, পাঠদান ব্যহত করে কোনো কার্যক্রম চালানো ঠিক নয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের ক্যাম্প ইনচার্জ মোঃ আরজ আলী বলেন, তিনি পাঁচ দিন আগে দায়িত্ব নিয়েছেন এবং জানেন কলেজ প্রাঙ্গণে তাবু খাটিয়ে থাকার অনুমতি দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার।
বাংলাদেশ সময়: ১৫:৩৫:৩৯ ● ৩৯ বার পঠিত
