বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬
গৌরনদীতে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলায় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এনব কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম জহির, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি মো. হাসান শাহাবুব শরিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহিম বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে মৎস্যজীবীরা নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকবে এবং টেকসইভাবে তাদের আয় নিশ্চিত হবে।
গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, প্রকল্পের আওতায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত প্রকৃত মৎস্যজীবীদের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করা হয়েছে, যা ভবিষ্যতে তাদের আয়ের একটি স্থায়ী উৎস হিসেবে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২:৫০:২৪ ● ৫২ বার পঠিত
