বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
কলাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন উদযাপন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিস্টান পল্লীর গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় বাইবেল পাঠ করা হয় এবং যীশু খ্রিস্টের জীবন ও তাঁর ত্যাগের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভক্তরা অতীতের সকল পাপ মোচন ও মানবকল্যাণ কামনায় যীশুর কাছে বিশেষ প্রার্থনা করেন।
এর আগে বুধবার সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন খ্রিস্টান পল্লীতে আলোকসজ্জা ও কীর্তনের মধ্য দিয়ে বড়দিনের উৎসবের আবহ তৈরি করা হয়।
বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ বলেন, খ্রিস্টান ধর্মালম্বীদের এই ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:৫২:১২ ● ৩৫ বার পঠিত
