শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫

দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে গোপালগঞ্জে হিন্দু মহাজোটের মানববন্ধন

হোম পেজ » ঢাকা » দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে গোপালগঞ্জে হিন্দু মহাজোটের মানববন্ধন
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫


 

দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে গোপালগঞ্জে হিন্দু মহাজোটের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

ময়মনসিংহে গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দিপু চন্দ্র দাসকে মধ্যযুগীয় কায়দায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নির্যাতনের পর গাছের সঙ্গে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা মানবতা ও আইনের শাসনের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করার দাবি জানান।

এসময় বক্তারা কুমিল্লায় রিকশাচালক শান্ত দাস, কুড়িগ্রামে তপন কুমার সরকার, রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও সুবর্ণ রায় এবং নরসিংদীতে প্রান্তোষ সরকার হত্যার দ্রুত বিচারসহ সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক চন্দন মণ্ডল, যুগ্ম সম্পাদক সবুজ রায়, মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক মৃণাল কান্তি বিশ্বাস, বিনয় মধু, ডেবিট বৈদ্য ও বিশ্বজিৎ পান্ডে প্রমুখ।

এছাড়াও একই দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ব্যানারে উপজেলা শাখার উদ্যোগে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১:১৭:৪৫ ● ৬০ বার পঠিত