বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
আগৈলঝাড়ায় উপজেলা শ্রমিকলীগের নেতা গ্রেফতার
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় উপজেলা শ্রমিকলীগের নেতা গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা শ্রমিকলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি মো. আসাদুজ্জামান খলিফা (৫০)। তিনি উপজেলা শ্রমিকলীগের সদস্য।
উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত সোনামদ্দিন খলিফার ছেলে আসাদুজ্জামান।
মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন উপজেলা সদরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করেন।
আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের দায়ের করা মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাইয়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে মো. আসাদুজ্জামান খলিফাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয় বলেও থানা সূত্রে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:০৯:৩৭ ● ৩৭ বার পঠিত
