বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
কলাপাড়ায় বাসচাপায় হাফেজি মাদ্রাসার ছাত্র নিহত
হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় বাসচাপায় হাফেজি মাদ্রাসার ছাত্র নিহত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাতনামা বাসের চাপায় এক হাফেজি মাদ্রাসার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর অটো রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (১৮)। তিনি ওই ইউনিয়নের মজিদবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন খানের ছেলে। সাইফুল ইসলাম নাওভাঙ্গা দাখিল মাদ্রাসার হাফেজ ও চলতি বছরের দাখিল পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সাইফুল ইসলাম পাখিমারা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় কুয়াকাটা থেকে বরিশালগামী একটি অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কলাপাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, ঘাতক বাসটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ০:৪৫:১৩ ● ৩১ বার পঠিত
