মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
গৌরনদীতে খাল দখলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে খাল দখলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদীতে সরকারি খাল অবৈধভাবে দখলের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার দুপুরে গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালরদী মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পালরদী নদীর একটি শাখা সরকারি খাল পাইলিং করে অবৈধভাবে দখলের চেষ্টা করছিলেন মিলন মোল্লা নামে এক ব্যক্তি। এ সংক্রান্ত তথ্য পেয়ে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
অভিযানকালে মিলন মোল্লাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভূমি অধিকার প্রতিরোধ ও প্রতিকার আইন লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মিলন মোল্লা পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের হারুন অর রশীদ মোল্লার ছেলে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, এই দণ্ড কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। যারা সরকারি খাল, নদী ও জলাশয় দখলের মাধ্যমে জনস্বার্থ ক্ষুণ্ন করছে, এটি তাদের জন্য একটি স্পষ্ট বার্তা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন আপসহীন এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১২:০৬:১০ ● ৬৭ বার পঠিত
