শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
গৌরনদী পৌর যুবদল নেতা রাসেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
হোম পেজ » বরিশাল » গৌরনদী পৌর যুবদল নেতা রাসেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌর যুবদলের নেতা রাইসুল ইসলাম (রাসেদ) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর বাম হাতের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আজ শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলেও তাঁর পরিবার জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর দুপুরে গৌরনদী থেকে কুষ্টিয়া জেলার উদ্দেশ্যে রওনা হন রাইসুল ইসলাম (রাসেদ)। এ সময় কুষ্টিয়া জেলার খোকসা এলাকায় মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আজ শনিবার (২০ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) পাঠানো হয়।
রাইসুল ইসলাম (রাসেদ) গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক, শাহবাগ থানার তাঁতি দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর জেলার গাছা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি গৌরনদী পৌর যুবদলের অন্যতম ত্যাগী নেতা হিসেবে পরিচিত।
এদিকে, গুরুতর আহত রাইসুল ইসলাম (রাসেদ)-এর দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৯:২০:১৯ ● ৬৫ বার পঠিত
