শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫

পটুয়াখালীর কলাপাড়া মুক্ত দিবস আজ

হোম পেজ » মুক্তিযুদ্ধ » পটুয়াখালীর কলাপাড়া মুক্ত দিবস আজ
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫


 

পটুয়াখালীর কলাপাড়া মুক্ত দিবস আজ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

আজ ৬ ডিসেম্বর, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর বিকেলে মুক্তিযোদ্ধারা গলাচিপা থেকে ‘ভাট্রি’ নামের একটি জাহাজে কলাপাড়ায় পৌঁছান। পরদিন রাত আটটার দিকে পাকবাহিনী ও দোসরদের বিরুদ্ধে শুরু হয় সরাসরি যুদ্ধ।

এসময় পাকবাহিনী পিছু হটতে বাধ্য হয়। রাত তিনটার দিকে মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানার নেতৃত্বে এবং মরহুম নাজমুল সালেকের নির্দেশনায় ৫৩ জন মুক্তিযোদ্ধা কলাপাড়া থানা ভবনে আক্রমণ চালান। যুদ্ধে সাবেক নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা অংশ নেন।

প্রায় সাত ঘণ্টা ত্রিমুখী আক্রমণের মুখে হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এতে দুই রাজাকার এবং আরিফুর রহমান মুকুল নামের এক মুক্তিযোদ্ধা আহত হন।

৬ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা কলাপাড়া থানা দখল করে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। এরপর থানার সামনে ৫ হানাদার এবং ২৭ রাজাকারকে গুলি করে হত্যা করা হয়।

এসব তথ্যের সূত্র কলাপাড়া মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৬:৪৫ ● ৩২ বার পঠিত