বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
গৌরনদীতে মাদ্রাসা বন্ধ রেখে নূরানী ক্লাস পরিচালনার অভিযোগ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মাদ্রাসা বন্ধ রেখে নূরানী ক্লাস পরিচালনার অভিযোগ
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর দাখিল মাদ্রাসায় আর্থিক অনিয়ম, ক্লাস বন্ধ রেখে ব্যক্তিগত নূরানী মাদ্রাসা পরিচালনা, সরকারি বই বিতরণে অস্বচ্ছতা ও হাজিরা কারচুপিসহ একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত দাবি করে মাদ্রাসার এডহক কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন বুধবার উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, প্রথম থেকে তৃতীয় শ্রেণির নিয়মিত ক্লাস দীর্ঘদিন ধরে বন্ধ রেখে সুপার মো. ফরিদ উদ্দিন মাদ্রাসা ভবনের সামনে ব্যক্তিগত নূরানী মাদ্রাসা পরিচালনা করছেন। মাদ্রাসার শিক্ষক দিয়েই ওই তিন শ্রেণির শিক্ষার্থীদের সেখানে পাঠানো হয় এবং বেতনের বিনিময়ে পাঠদান করানো হয়। নূরানী মাদ্রাসার আয় থেকে সুপার নিয়মিত ভাগ নেন বলেও উল্লেখ আছে।
জাহাঙ্গীর হোসেন দাবি করেন, ভর্তি ফি, মাসিক বেতন, পরীক্ষার ফি ও সার্টিফিকেট প্রদানের নামেও রশিদ ছাড়া অর্থ নেওয়া হয়। সরকারি বরাদ্দের টিউশন ফি সুপার এককভাবে ভোগ করছেন। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন শ্রেণির সরকারি বই কোথায় ব্যবহৃত হয়েছে-এ বিষয়ে সুপার কোনো জবাব দিতে পারেননি। একজন সহকারী শিক্ষিকা দুই বছর অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত দেখানোর অভিযোগও রয়েছে। সাবেক সভাপতির সঙ্গে যোগসাজশ করে ঘুষের বিনিময়ে চাকরি ও নাইটগার্ড নিয়োগের অভিযোগও তোলা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল বলেন, সরেজমিনে পরিদর্শনের পর নূরানী মাদ্রাসাটি অন্যত্র সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য অভিযোগও তদন্তাধীন।
তবে সব অভিযোগ অস্বীকার করে সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, ‘ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের কারণে আমাকে টার্গেট করা হচ্ছে। অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। আমি যোগদানের আগেই নূরানী মাদ্রাসা চালু ছিল। উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে জানুয়ারির মধ্যে এটি বন্ধ করে দেওয়া হবে।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ২২:০৮:০১ ● ৪০ বার পঠিত
