মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
গৌরনদীতে ভুয়া ডাক্তার আটক, থানায় মামলা
হোম পেজ » লিড নিউজ » গৌরনদীতে ভুয়া ডাক্তার আটক, থানায় মামলা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে সার্জন ডা. মো. আমিরুল ইসলাম পরিচয় ব্যবহারকারী ভুয়া চিকিৎসক মো. ফিরোজ আহম্মেদ (৪২) কে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে গৌরনদী থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে সোমবার রাত ৯টার দিকে উপজেলার সুন্দরদী এলাকার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে অভিযান চালিয়ে রোগী দেখার সময় এই ভুয়া চিকিৎসককে তার কথিত চেম্বার থেকে আটক করে।
এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ/এস-স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শঙ্কর কুমার দাস বাদী হয়ে আটক ফিরোজসহ দুইজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি গ্রামের মৃত আব্দুল খালেক শেখের ছেলে মো. ফিরোজ আহম্মেদ (৪২) এবং হাসপাতালের পরিচালক সুন্দরদী এলাকার মো. খোকন মুন্সীর স্ত্রী ফরিদা বেগম (৫৪)।
রোগী ও প্রত্যক্ষদর্শীরা সাগরকন্যাকে জানান, অভিযুক্ত ফিরোজ গত তিন মাস ধরে ডা. মো. আমিরুল ইসলাম নামে ব্যবহৃত প্রেসক্রিপশন প্যাড, বিএমডিসি-এ/২৮৭৩৫ নম্বর রেজিস্ট্রেশন কার্ড এবং এমবিবিএস (রাজ), এমএস (ইউরোলজি ও জেনারেল সার্জারি) পরিচয় ব্যবহার করে চেম্বার পরিচালনা করছিলেন। তিনি সিজারিয়ানসহ বিভিন্ন অপারেশনও করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে তার দেওয়া বিএমডিসি নম্বর যাচাই করে জানা যায়, এটি আসল ডা. আমিরুল ইসলামের, যিনি বর্তমানে ঢাকা মেডিকেলে কর্মরত।
ফিরোজের কাছে কোনো বৈধ ডাক্তারি সনদ পাওয়া যায়নি। তিনি ভুয়া পরিচয়ে চিকিৎসাসেবা দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযানের নেতৃত্বদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগ আসছিল। এর ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়েছে। ফিরোজ দীর্ঘদিন ধরে ভুয়া নামে চিকিৎসা দিচ্ছিলেন এবং জটিল সার্জারি করতেন, যা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে মোবাইল কোর্টে না এনে নিয়মিত মামলার মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।
গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, দায়ের করা মামলার পর গ্রেফতারকৃত ফিরোজকে আজ (মঙ্গলবার) দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:১৭:০০ ● ২৭ বার পঠিত
